ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা গ্রামে শনিবার সন্ধায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে সঞ্জিব চক্রবর্তী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার পিতার নাম যুগল চক্রবর্তী।
সঞ্জিবের পারিবারিক সূত্রে জানা যায়, তাদের বাড়ির পাশের রাস্তায় বৃষ্টিতে নোংড়া পানি জমলে শনিবার বিকালে সঞ্জিব মটর দিয়ে সেই পানি নিস্কাশন করতে যায়। মটারের সাথে বিদ্যুৎ লাইনের সংযোগ দিলে মটরসহ পানি বিদ্যুতায়িত হয়। এ সময় ঘটনাস্থলে থাকা সঞ্জিব বিদ্যুতপৃষ্ট হয়ে সেখানে আছড়ে পরে। সঞ্জিবের চিৎকার শুনে বাড়ির লোকজন দ্রুত বিদ্যুৎ লাইন বন্ধ করে সঞ্জিবকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
অতপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার সঞ্জিবকে মৃত্যু ঘোষনা করে। এ ব্যাপারে সঞ্জিবের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।