অগ্রসর রিপোর্ট :যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কামালা হ্যারিস। শপথ গ্রহণ পর্বের আনুষ্ঠানিকতার শুরুতেই জাতীয় সঙ্গীত গান যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শিল্পী লেডি গাগা।
প্রথা অনুযায়ী বিচারপতি সোনি সোতমিয়ার ক্যাপিটল হিলের ওয়েস্ট ফ্রন্টের সামনে শপথবাক্য পাঠ করান। ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার ঠিক আগেই হ্যারিস শপথ গ্রহণ করেন।
ভারতীয়-জ্যামাইকান ঐতিহ্যের বাহক কামালা হ্যারিস প্রথমে ডেমোক্রেটিক মনোনয়নের জন্য প্রার্থী হয়েছিলেন। তবে বাইডেন এই প্রতিযোগিতাটি জিতে নেন এবং হ্যারিসকে তার চলমান সঙ্গী হিসেবে বেছে নেন, এবং তাকে ‘ছোট্ট লোকটির জন্য একজন নির্ভীক যোদ্ধা’ হিসেবে বর্ণনা করেন।
কামালা হ্যারিস কে?
বর্তমানে, ৫৬ বছর বয়সী কামালা হ্যারিস ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে এক অভিবাসী দম্পতির ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তার মা একজন ভারতীয় বংশোদ্ভূত এবং বাবা জ্যামাইকান-বংশোদ্ভূত।
তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যা কৃষ্ণাঙ্গদের জন্য দেশের অন্যতম প্রধান ঐতিহাসিক কলেজ ও বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে অতিবাহিত সময়কে তার জীবনের সবচেয়ে গঠনমূলক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন হ্যারিস।
হ্যারিস বলেছেন, তিনি সর্বদা নিজের পরিচয় নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং নিজেকে ‘আমেরিকান’ হিসেবে বর্ণনা করেন।
হাওয়ার্ডে চার বছর থাকার পর, হেস্টিংসের ক্যালিফোর্নিয়ার আইন বিভাগে স্নাতকোত্তর অর্জন করেন হ্যারিস, এবং আলামেডা কাউন্টির জেলা আইনজীবীর কার্যালয়ে তার কর্মজীবন শুরু করেন।
তিনি ২০০৩ সালে সান ফ্রান্সিসকোর জেলা আইনজীবী হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে, প্রথম নারী হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের সর্বাধিক জনবহুল রাজ্যটির শীর্ষ আইনজীবী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তা হন হ্যারিস।
তিনি ২০১৯ সালের শুরুতে ওকল্যান্ডে ২০ হাজারেরও বেশি জনতার সামনে প্রেসিডেণ্ট পদ প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে, ২০১৯ সালের ডিসেম্বরে তিনি রাষ্ট্রপতির লড়াই থেকে সরে দাঁড়ান। হ্যারিসকে ‘দেশের অন্যতম সেরা সরকারী কর্মচারী’ হিসেবে অভিহিত করে আগস্ট মাসে তাকে নিজের সহকারী হিসেবে বেছে নেন জো বাইডেন।
নভেম্বর মাসে বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করার পর, হ্যারিস তার চলমান সঙ্গীকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিও টুইট করেন। তিনি লেখেন, ‘আমরা সফল, আমরা সফল হয়েছি, জো। আপনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন!’
সূত্র: বিবিসি