ঢাকা প্রতিনিধি- শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যসোসিয়েশনের (বিওজেএ) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় প্রথম নিউজের সম্পাদক ও বিশিষ্ট সংগঠক আনোয়ার হোসেন রনিকে সংগঠনের সহ সভাপতি মনোনীত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ইকবাল।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সাধারণ সম্পাদক রিবেল মনোয়ার, সংগঠনের সহ সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সংগঠনকে গতিশীল করার ক্ষেত্রে প্রথম নিউজের সম্পাদক ও বিশিষ্ট সংগঠক আনোয়ার হোসেন রনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া সভায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সারাদেশে যেভাবে শিশুদের গণহারে নৃশংসভাবে হত্যা চলছে তা একটি সভ্য দেশে চলতে পারে না। এই নির্মম জঘন্য হত্যাকান্ড বন্ধ করার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয় এবং সচেতন দেশবাসীকে আরো সতর্কভাবে থাকার অনুরোধ জানানো হয় যাতে করে তাদের পাশে এইরকম যেমন কোন ঘটনার সূত্রপাত না ঘটে।
বক্তারা আরো বলেন, অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য অচিরেই সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হবে ।