বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শিশু ও মানব পাচার প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা কমিটির আয়োজনে ও বেসরকারি সংস্থা উদয়ন বাংলাদেশের সহযোগিতায় উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেরা চেয়ারম্যান খান মুজিবুর রহমান। সামাজিকভাবে সচেতন হবো মানব ও শিশু পাচার প্রতিরোধ করবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ পারভিন আহম্মেদ. ইউপি চেয়ার ম্যান আক্তারু জ্জামান বাচ্চু, ইনসিডিল বাংলাদেশের জেলা সমন্বয়কারি এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান দৈনিক যায় যায় দিনের জেলা প্রতিনিধি ইসরাত জাহান, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন, ভয়েজ সাউথ অব বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম পৌর কাউন্সিলর শেখ আবুল হাসেম শিপন প্রমুখ।