স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেছেন, বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী গেটওয়ে। পদ্মা সেতু নির্মাণ, পায়রা গভীর সমুদ্রবন্দর স্থাপন এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের মাধ্যমে চীনসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে আন্তঃদেশীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও সমুদ্র পথে আন্তঃমহাদেশীয় সংযোগ বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলের রাষ্ট্রসমূহের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।হংকং সরকারের সেন্ট্রাল পলিসি ইউনিট এবং হংকং ইনস্টিটিউট অব এশিয়া প্যাসিফিকের যৌথ উদ্যোগে হংকংয়ে আয়োজিত দুই দিনব্যাপী ‘হংকং এন্ড দ্য ওয়াল্ডর্ আন্ডার দ্য বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপের ৩৩টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।