চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিরাজমান দ্বি-পাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। স্পিকার চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধু। দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে চীনের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের দক্ষতা ও অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশের উন্নয়নে এ অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে বলে স্পিকার মন্তব্য করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।