আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন-পরবর্তী এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিবারই আমরা উদ্যোগ নেই। এবার জায়গাটা ছোট ছিল। সাড়ে ৯ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ দেয়া হয়েছিল। এছাড়া প্রার্থীরাও সহযোগিতা করেছেন।
তিনি আরও জানান, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনী অনিয়মের কারণে তিনজনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিফ্রিংয়ে আরো উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মোহাম্মাদ আবদুল মোবারক, মো. আবু হাফিজ, মো. জাবেদ আলী, ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।