লক্ষ্মীপুর প্রতিনিধি- লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের দোলাকান্দি গ্রামে ৮শ’ টাকা চুরির অভিযোগে ২ কন্যা শিশু সন্তানের ২ হাত আগুনে ঝলসে দিয়েছে পাষণ্ড বাবা। এ ঘটনায় শুক্রবার দুপুরে শিশু দুটির বাবা নুর মোহাম্মদকে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে আটক করে পুলিশ। বাবার নিষ্ঠুরতার শিকার সাবরিন সুলতানা(৭) স্থানীয় রমারখীল দাখিল মাদরাসার ২য় শ্রেণীর ছাত্রী ও সাড়ে চার বছর বয়সী তাবাচ্ছুম আক্তার ইসলামপুর কিন্ডার গার্টেনের কেজি ওয়ানের শিক্ষার্থী।
এ দিকে আহত দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। সুস্থ না পর্যন্ত তাদের চিকিৎসার খরচ এসপি বহন করবেন বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঙ্গাখাঁ ইউনিয়নের দোলাকান্দি গ্রামে বৃহস্পতিবার সকালে ৮শ’ টাকা চুরির অভিযোগে নুর মোহাম্মদ রান্না ঘরের চুলার আগুনে তার ২ শিশু সন্তানের হাত ঝলসে দেয়। এতে তাদের দু’জনেরই বাম হাতের তালু ও আঙ্গুল পুড়ে যায়। পরে গোপনে জেলা শহরের আধুনিক হাসপাতালে চিকিৎসা করায় নুর মোহাম্মদ। শুক্রবার দুপুরে ওই হাসপাতালে আবারো তাদের চিকিৎসার জন্য আনলে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে নুর মোহাম্মদকে আটক করে লক্ষ্মীপুর থানা পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া জানান, বিষয়টি স্পর্শকাতর। আহত ২ শিশুর চিকিৎসার খরচ পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান নিয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হবে। এ ঘটনায় স্বজনরা না করলে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।