পাকিস্তানের একটি পার্বত্য অঞ্চলের রাস্তায় শনিবার একটি বরযাত্রীবাহী গাড়ি বন্যার পানির স্রোতের তোড়ে গিরিখাতে পড়ে যায়। এতে ২৬ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই শিশু।
কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১৮ শিশু ও ৬ নারী রয়েছে।
উপজাতীয় খাইবার এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তা রহিমুল্লাহ্ মেহ্সুদ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ ওই এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে।
এর আগে তিনি বলেছিলেন, পার্বত্য এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার কর্মী ও স্থানীয়দের উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
খাইবারের একটি দুর্গম গ্রামে একটি মালবাহী ট্রাকে করে ২৯ বরযাত্রী বিয়ে বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এটা পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি উপজাতীয় এলাকা।
এই ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর সরকারি কর্মকর্তা হেকমত খান মৃতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।