কোরান অবমাননার অভিযোগে দুই হিন্দু কিশোরকে লক্ষ্য করে গুলি চালানোর পরই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াল পাকিস্তানের সিন্ধ প্রদেশে৷ ধর্মের অবমাননার অভিযোগে মঙ্গলবার এক যুবককে গ্রেফতারের ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই ফের হামলার শিকার দুই হিন্দু কিশোর৷এই ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে৷মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অপর একজন৷
বুধবার ঘোটকি জেলার মীরপুর মাথেলোতে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলে ওই দুই কিশোর৷ সেই সময়ই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়৷ ঘটনাস্থলেই মারা যায় দেওয়ান সতীশ কুমার নামে বছর বছর ১৭-র এক কিশোর৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে তার বন্ধু অবিনাশ কুমারকে৷এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর পরই নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা৷ স্থানীয় হিন্দু কমিউনিটির এক নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সংকটের মধ্যে দাঁড়িয়ে এখানকার সংখ্যালঘু হিন্দুদের জীবন৷ সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দেওয়া হোক৷
ঘোটকির সিনিয়র পুলিশ সুপার আহমেদ বঙ্গেশ জানান, এদিন দেওয়ান সতীশ কুমার নামে এক কিশোরের মৃত্যু হয়েছে৷ রেঞ্জার্সদের মদতে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ তিনি আরও জানান, মেহরান সামেজোর গ্রামে এক হিন্দু যুবককে কোরানের পাতা ছিঁড়তে দেখা ফেলেন গ্রামবাসীরা৷ তাঁকে হাতেনাতে ধরে ফেলার পরই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়৷ স্থানীয় বাসিন্দারা জানান, অমর লাল নামে ওই যুবক মাদকাসক্ত৷ হিন্দু থেকে মুসলিম ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকে স্থানীয় একটি মসজিদেই থাকেন তিনি৷ তাঁর মানসিক ভারসাম্য আংশিক নষ্ট হয়েছে বলেও জানান তাঁরা৷ অমর লালকে কোরানের পাতা ছিঁড়তে দেখার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় মুসলিমরা৷ শুরু হয় বিক্ষোভ-প্রতিবাদ৷ এলাকায় বনধ ডাকে মুসলিমরা৷ পাল্টা প্রতিবাদে দোকানপাট বন্ধ করে দেয় হিন্দুরা ব্যবসায়ীরাও৷ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ যার জেরে ব্যহত স্বাভাবিক জনজীবন৷ অমর লালকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷