উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিম ২০০৯ সালে নির্মাণ করেছিলেন ‘মনপুরা’। ছবিটি সেসময় ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এর প্রায় সাত বছর পর নতুন ছবি ‘স্বপ্নজাল’- এর কাজে হাত দেন তিনি। এ ছবিটি নিয়ে পরীর স্বপ্নটাও অনেক বেশি। তিনি বলেন, আমার মনজুড়ে এখন ‘স্বপ্নজাল’। এক কথায় বলতে গেলে ছবিটি আমার কাছে স্বপ্নের মতো। এ ছবিতে হিন্দু একটা মেয়ের চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রের নাম শুভ্রা। এর চেয়ে বেশি কিছু এখন বলা নিষেধ। গত বছরের ফেব্রুয়ারিতে চাঁদপুরে ক্যামেরা অন হয় ‘স্বপ্নজাল’ ছবির। প্রায় এক মাস শুটিংয়ের পর অক্টোবরের শেষে গোটা ইউনিট যায় কলকাতায়। টানা ১২ দিন শুটিং হয় সেখানে। কলকাতার বেশ কয়েকটি স্পটে ক্যামেরাবন্দি হয় ছবিটির গুরুত্বপূর্ণ সব দৃশ্য। সেসময় ওপার বাংলার বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও অংশ নেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।