এ ছাড়া সদরঘাট, নারায়ণগঞ্জ, চাদপুর এবং বরিশালে নতুন ও বর্তমান টার্মিনালগুলোর উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে সারা বছর নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন করা সম্ভব হবে।
এ প্রকল্পের অধীনে ১৪টি ল্যান্ডিং ঘাট নির্মিত হবে। এতে যাত্রী সাধারণ বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য টয়লেট সুবিধা ও ওয়েটিং রুম নির্মিত হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন অনুষ্ঠানে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপথ পণ্য ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ফ্যান বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ পণ্য ও যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে বাংলাদেশে আন্ত-আঞ্চলিক বাণিজ্যিও বৃদ্ধি পাবে।