নীলফামারী প্রতিনিধি- নীলফামারীতে ট্রেনের ধাক্কায় পুলিশের একটি পিকআপ উল্টে ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে জেলার সৈয়দপুর উপজেলার ঢেলাপীর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওসি ইসমাইল হোসেনসহ আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। নিহতরা হলেন – সৈয়দপুর থানার কনস্টেবল শামসুল হক, মাইদুল ইসলাম, শরিফুল ইসলাম ও ফারুক হোসেন। জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, নীলফামারী থেকে ঢাকা যাওয়ার পথে নীলসাগর এক্সপ্রেস ঢেলাপীর নামক রেলক্রসিং অতিক্রম করার সময় সৈয়দপুর থানা পুলিশের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যানটি ১০ ফুট গভীর একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান কনস্টেবল শরিফুল ইসলাম ও ফারুক হোসেন।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সহিদ জানান, আহতদের মধ্যে ছয় জন রংপুরে এবং বাকি তিন জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।