অর্থনীতিবিদরা দাবি করেন, রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাজার ধরা খেতে পারে বলে মনে করে বিনিয়োগকারীরা। কিছু সূচক ১০ থেকে ১৫ শতাংশ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, পুঁজিবাজারে জয়ের যে ধ্বনি- তার প্রভাব এই দুই প্রার্থীর টেলিভিশন বিতর্কের পর ইতোমধ্যেই দেখা গেছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন ওলফার মনে করেন, বাজার চায় হিলারি ক্ষমতায় আসুক। তিনি ক্ষমতায় আসলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নিতে পারে। বাজার এখন এ বিষয়টিকেও ফোকাস করছে।
তিনি বলেন, হিলারি ও ট্রাম্পের টিভি বিতর্ক নিয়ে আমরা ইতোমধ্যে বাজারের অস্থিরতার অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা দেখেছি, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা যখন ক্ষীণ হয়েছে, তখন বাজারে অস্থিরতা কেটেছে। আবার হিলারির জয়ের বার্তা দিয়েছে পুঁজিবাজার।