কিন্তু এই ট্যাটুর একটা বিশেষ তাৎপর্য রয়েছে। একটু খেয়াল করলে দেখা যাবে, ট্যাটুর মাধ্যমে কোমরের নীচে মালাইকা লিখেছেন তিনটি ইংরেজি অক্ষর— ‘এনজিএল’। কিন্তু কী এর অর্থ?
এবেলার খবর, মেসেজে ও সোশ্যাল মিডিয়ায় শব্দ সংক্ষেপীকরণে যারা অভ্যস্ত, তাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, ‘এনজিএল’ আসলে ‘এঞ্জেল’, অর্থাৎ দেবদূত। কিন্তু হঠাৎ নিজেকে এঞ্জেল বলছেন কেন মালাইকা? ভারতীয় গণমাধ্যমটি বলছে, আসলে মালাইকা আফ্রিকায় প্রচলিত সোয়াহিলি ভাষার শব্দ। এবং সোয়াহিলি ভাষায় ‘মালাইকা’ শব্দের অর্থ দেবদূত, ইংরেজিতে এঞ্জেল। সেই কারণেই নিজের শরীরে ট্যাটুর মাধ্যমে ‘এনজিএল’ অক্ষর তিনটি লিখেছেন মালাইকা।