স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথী বাছাইয়ের অংশ হিসেবে নিউ হ্যাম্পশায়ারে মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের বার্নি স্যান্ডার্স বিজয়ী হয়েছেন।
ধনকুবের ট্রাম্প রিপাবলিকান দলের পরবর্তী প্রার্থীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন।
ডেমোক্রেটক দলের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে ব্যাপক ভোটের ব্যবধানে হারিয়ে স্যান্ডার্স বলেন, তার এই বিজয়ের অর্থ জনগণ সত্যিকারের পরিবর্তন দেখতে চায়।
ওহাইও গভর্নর জন কাশিখ রিপাবলিকান দলে দ্বিতীয় অবস্থানে এবং ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ, টেক্সাস সিনেটর টেড ক্রুজ ও ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও তৃতীয় অবস্থানে রয়েছেন।
গত সপ্তাহে আইওয়ায় প্রথম দলীয় ককাসের পর প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে এটি দ্বিতীয় প্রার্থী বাছাই। আইওয়ায় রিপাবলিকান দলীয় ককাসে ক্রুজ এবং ডেমোক্রেটিক দলীয় ককাসে হিলারি জয় লাভ করেন।
মনোনয়ন দৌঁড়ের পরবর্তী নির্বাচন দক্ষিণ ক্যারোলিনা এবং নেভাডাতে অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কের ব্যবসায়ী ট্রাম্প কখনই কোন নির্বাচিত পদে আসীন ছিলেন না। তবুও নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে এই প্রথম একজন ব্যবসায়ী মনোনয়ন দৌড়ে জয়ী হলেন। ট্রাম্প (৬৯) যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত লাখ লাখ অভিবাসীকে বহিষ্কার, মেক্সিকো সীমান্ত বরাবর দেওয়াল নির্মাণ এবং যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞার অঙ্গীকার করেন।
এদিকে ৭৪ বছর বয়সী স্যান্ডার্স দেশের আয় বৈষম্য নির্মূল, বিশ্ববিদ্যালয় শিক্ষাকে অবৈতনিক করার অঙ্গীকার করেছেন।
হিলারি ক্লিন্টন স্যান্ডার্সকে অভিনন্দন জানিয়ে এক ব্যক্তব্যে বলেছেন, পরাজয় সত্ত্বেও প্রতিটি ভোটের জন্যে তিনি লড়াই চালিয়ে যাবেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।