অগ্রসর রিপোর্ট: ভারত থেকে আসা সকল ভ্রমণকারীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ এশিয়ার দেশগুলোয় করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনকি, ভারতে অবস্থানরত নিউজিল্যান্ডের নাগরিকরাও আগামী দুই সপ্তাহের জন্য দেশে প্রবেশ করতে পারবেন না।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সীমান্তে ২৩ জন করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করেছে নিউজিল্যান্ড, যাদের মধ্যে ১৭ জনই এসেছেন ভারত থেকে। ফলস্বরূপ, ভারত থেকে আসা যাত্রীদের প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
অকল্যান্ডের এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাসিনা আর্ডান বলেন, “ভারত থেকে আসা যাত্রীদের জন্য নিউজিল্যান্ডে প্রবেশের অনুমতি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।”
সাম্প্রতিক সময়ে ভারতে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে দেশটির প্রতিদিনের সংক্রমণ করোনার প্রথম ঢেউর ভয়াবহতাকেও ছাড়িয়ে গিয়েছে। এই ঊর্ধ্বগতির ফলে আরোপিত স্থগিতাদেশটি ১১ এপ্রিল থেকে কার্যকর হবে, এবং ২৮ এপ্রিল পর্যন্ত এটি প্রযোজ্য থাকবে বলে জানানো হয়েছে।
নিজেদের সীমান্তের ভেতর থেকে করোনা ভাইরাসকে কার্যত নির্মূল করতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। দেশটি প্রায় ৪০ দিন ধরে কোনো স্থানীয় সংক্রমণের খবর জানায়নি। তবে ভাইরাসে আক্রান্ত যাত্রীরা যেনো দেশে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য দেশটির সীমান্ত ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে।
আর্ডান বলেছেন, সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং বুধবার ৭ টি সংক্রমণ শনাক্ত করা হয়েছে। গত অক্টোবরের পর, এটিই একদিনে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ।
সূত্র: দ্য গার্ডিয়ান