সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দুই নারী ব্যস্ততম একটি বাজারে তাদের সঙ্গে থাকা বোমাগুলোর বিস্ফোরণ ঘটিয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে চরমপন্থি গোষ্ঠী বোকো হারামই মূলত এ ধরনের হামলা চালিয়ে থাকে।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের এক বার্তায় নাইজেরিয়ার জাতীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় একটি বাজারে দুই নারী বিস্ফোরক নিয়ে এ আত্মঘাতী হামলা চালায়।
নাইজেরিয়ার বরনো প্রদেশের সীমান্তবর্তী শহর মাদাগালি। শহরটিতে জন্ম লাভ করে জঙ্গি সংগঠন বোকো হারাম। ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে হামলা ও অপহরণের ঘটনা ঘটেছে শহরটিতে। স্থানীয় নেতারা এর আগে নাইজেরিয়ার সরকারকে অনুরোধ জানিয়েছিলেন সামবিসা বনসংলগ্ন গ্রাম ও ছোট জঙ্গলগুলোতে সেনা মোতায়েন করতে। ওই বনে বোকো হারামের সদস্যদের ক্যাম্প রয়েছে বলে ধারণা ছিল তাদের।