২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল হয় শাবনূরের। বছর ঘুরতেই ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। তখন থেকেই আড়ালে চলে যান এ নায়িকা। স্বামীর সঙ্গে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হন তিনি, নাম আইজান নিহান। কিছুদিন আগে খবর রটে বিচ্ছেদের দিকে যাচ্ছে শাবনূর-অনিক দম্পতি। তবে এ নায়িকা এখনো অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন।
পরিচালকরা এখনো তাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখান। ২০১৫ সালে বেশ কয়েকবার চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিয়েও কথা রাখেননি শাবনূর। তবে বিএফডিসিতে ‘পাগল মানুষ’ নামে একটি ছবির গানের চিত্রধারণে অংশ নিয়েছিলেন। তখনও তিনি বলেছিলেন, দর্শকদের ভালোবাসায় খুব শিগগিরই ফিরবেন। ভালো গল্পের অপেক্ষায় আছেন।
হয়তো সেই গল্পকে খুঁজে পেয়েছেন তিনি। ‘এত প্রেম এত মায়া’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন। যেখানে তাকে দেখা যাবে একজন গানের শিক্ষকের ভূমিকায়। সে অনুযায়ী নিজেকে প্রস্তুতও করছেন শাবনূর। কারণ ভক্তদের মাঝে ভালোভাবেই ফিরতে চান এ লাভার গার্ল।
ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, ‘আমার সঙ্গে শাবনূরের দিন দশেক আগে কথা হয়েছে। আসছে জানুয়ারির শুরুর দিকেই দেশে ফিরবেন তিনি। দেশে ফিরেই আমার ছবির শুটিংয়ে অংশ নেবেন বলে কথা দিয়েছেন।’
মানিকের ছবি ‘দুই নয়নের আলো’তে অভিনয় করেই জীবনের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জনপ্রিয় এ নায়িকা। তার মতো আরো অনেক পরিচালকই চাইছেন দেশে ফিরে চলচ্চিত্রে নিয়মিত হোক শাবনূর। তার অভিনয় দক্ষতায় ফের উজ্জ্বল হয়ে ওঠুক চলচ্চিত্রাঙ্গন।