আমেরিকার যে কোনো কলেজ পড়ুয়াদের চার বছরে ৫০ হাজার মার্কিন ডলার অবধি অর্থসাহায্য করবে রিহানার সংস্থা। তবে এজন্য তিনি কিছু শর্তও বেঁধে দিয়েছেন!
স্কলারশিপের জন্য যারা আবেদন করবেন, তাদের অবশ্যই আমেরিকা, বার্বাডোজ, ব্রাজিল, কিউবা, জামাইকা, গায়ানা কিংবা হাইতির নাগরিক হতে হবে।
তার সামান্য সাহায্য পেয়ে কেউ যদি শিক্ষিত হতে পারে সেটা হবে তার জন্য সবচেয়ে আনন্দের।
রিহানার কথায়, ‘আমার এইটুকু সাহায্য কাউকে যদি শিক্ষিত করে তুলতে পারে, তার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না! উচ্চশিক্ষা সমাজে ওদের প্রতিষ্ঠিত করবে। ওরা আরও ভালো কাজের সুযোগ পাবেন। এ ব্যাপারে আমি নিশ্চিত।’