অন্যরকম খবর- পৃথিবী বহু দূরে। কিন্তু তা বলে কি ‘থ্যাঙ্কস গিভিং ডে’র ব্যাপক ভোজন মহাকাশেই মারা যাবে? মোটেও না। আন্তর্জাতিক মহাকাশ গবেষণাকেন্দ্রেও যাতে কবজি ডুবিয়ে হরেক কিসিমের জিভে জল আনা খাবার খেতে পারেন তাঁরা, সে জন্য বিশেষ বন্দোবস্ত করে দিয়েছে নাসা। থ্যাঙ্কস গিভিং ডে নিয়ে তাই উচ্ছ্বসিত ওঁরা ছয় জন।
ওঁরা মানে নাসার ছয় জন মহাকাশচারী। আপাতত যাঁদের ঠিকানা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র। থ্যাঙ্কস গিভিং ডে-র নৈশাহারে তাঁদের জন্য থাকছে হরেক কিসিমের খাবার। সুস্বাদু ওলের তরকারি, রান্না করা সবুজ বরবটী, মশলামাখা আলু সেদ্ধ তো বটেই, আছে টার্কিও। নাসার দাবি, দু’শোরও বেশি রকমের পদ রয়েছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের ভাঁড়ারে। সব কিছুই অবশ্য রান্না করে প্যাকেটে ভর্তি করে দেওয়া।
ফলে, থ্যাঙ্কস গিভিং ডে-তে ঘাম ঝরিয়ে হাতা-খুন্তি নাড়ানোরও প্রয়োজন নেই। শুধু খাবার গরম করো, প্যাকেট কাটো আর খাও। কোনও ঝামেলা নেই, শুধুই সুস্বাদু খাবারে রসনার তৃপ্তি।