স্টাফ রিপোর্টার
: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। ‘হ্যাক্সরস্টেইনবিডি’ নামের হ্যাকার শুক্রবার সাইটটি হ্যাক করে সেখানে এ সংক্রান্ত তথ্য ঝুলিয়ে দিয়েছে।সাইটের ডেভেলপার আইটি কোম্পানির দুর্বলতার কথা উল্লেখ করা আছে সেখানে।
: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। ‘হ্যাক্সরস্টেইনবিডি’ নামের হ্যাকার শুক্রবার সাইটটি হ্যাক করে সেখানে এ সংক্রান্ত তথ্য ঝুলিয়ে দিয়েছে।সাইটের ডেভেলপার আইটি কোম্পানির দুর্বলতার কথা উল্লেখ করা আছে সেখানে।
ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতার কথা উল্লেখ করে সেখানে বলা আছে, ‘Hey admin, kindly patch your site. Dont Blame me.’
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ওয়েবসাইট হ্যাকের পর ধারাবাহিকভাবে ঢামেকের ওয়েবসাইটটিও হ্যাক করা হল। সাইটের নিরাপত্তার জন্য তার সাহায্য নেওয়ার কথাও উল্লেখ করে হ্যাকার।
এ বিষয়ে জানতে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেনকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। এ ছাড়া ঢামেক হাসপাতালের সচিব আনোয়ার হোসেনকেও একাধিকবার কল করা হয়। কিন্তু তিনিও কল রিসিভ করেননি।
