স্টাফ রিপোর্টার: এ্যানিমেশন চলচ্চিত্র ‘আলভিন এ্যান্ড দ্য চিপমাঙ্কস’ এবং চীনে রেকর্ড আয় করা মার্কিন চলচ্চিত্র ‘মনস্টার হান্ট’ এবার ঢাকার দর্শক দেখতে পারবেন। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শুক্রবার (১৫ জানুয়ারি) মুক্তি পাচ্ছে এই দুই চলচ্চিত্র।
বিশ্বজুড়ে অগণিত দর্শকের প্রিয় ‘আলভিন এ্যান্ড দ্য চিপমাঙ্কস’ সিরিজের চতুর্থ চলচ্চিত্র ‘দ্য রোড চিপ’। ৯০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় গত ১৮ ডিসেম্বর। এরই মধ্যে আয় করেছে ১১২ মিলিয়ন ডলারের বেশি।
ওয়াল্ট বেকারের পরিচালনায় সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন জাস্টিন লং, ম্যাথিউ গ্রে গাবলার, জেসি ম্যাকার্টনি, ক্রিস্টিনা অ্যাপ্লিগেইট প্রমুখ। আলভিন, সিমন ও থিওডোরকে নিয়ে ডেভের নতুন অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমার পটভূমি।
অন্যদিকে, ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্র ‘মনস্টার হান্ট’ গত জুলাইয়ে চীনে মুক্তি পাওয়ার পর বছরের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে। ২০১৫ সালে সিনেমাটির আয় দাঁড়ায় ২ দশমিক ৪৩ বিলিয়ন ইউয়ান। সমগ্র চীনে সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রে পরিণত হয় ‘মনস্টার হান্ট’।
মার্কিন এই মারদাঙ্গা সিনেমাটি চীনের সর্বকালের ১০টি ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় স্থান করে নিয়েছে।