অগ্রসর রিপোর্ট : মার্কিন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোমি পাওয়েল রোববার প্রচারিত এক সাক্ষাতকারে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে বরখাস্ত করতে পারেন না।
উল্লেখ্য, তিনি প্রেসিডেন্টের কঠোর সমালোচনার শিকার হন।
সিবিসি টেলিভিশনের ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে পাওয়েল বলেন, ‘আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমার কাজের মেয়াদ চার বছর। আমি পুরো মেয়াদ কাজ করতে আগ্রহী।’
এদিকে পাওয়েল ট্রাম্পের সমালোচনা করার কথা বা তার সঙ্গে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করার কথা অস্বীকার করে বলেন, এটা তার জন্য করা যথার্থ হবে না।
তিনি বলেন, ‘ প্রেসিডেন্টের ব্যাপারে আমি কোন মন্তব্য না করার চেষ্টা করি। প্রেসিডেন্ট বা নির্বাচিত অন্য কোন কর্মকর্তার বিষয়ে মন্তব্য করা আমার জন্য যথার্থ এটা আমি মনে করি না।’
তিনি বলেন, ‘আমি এটা করে থাকলে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ পদের ক্ষোভ থেকে হয়েছে।’
গত বছর ট্রাম্প ফেডে’র উচ্চ হারে সুদ বৃদ্ধির সরাসরি কঠোর নিন্দা জানান এবং এ ধরণের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেন।
এ ধরনের সমালোচনার কারণে ট্রাম্প পাওয়েলকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন বলে শোনা গেছে। তিনি প্রেসিডেন্টের মনোনীত হলেও ট্রাম্প এমনটাই নাকি চিন্তা করছেন।