স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকায় মাটি ধসে ১৫৭ নম্বর রেল ব্রিজের ক্ষতি হওয়ায় রবিবার বিকেল থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল তিন ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।
শমশেরনগর রেলস্টেশন সূত্র জানায়, পাহাড়ি রেলপথের ৩৯১ (৬-৭) কিলোমিটারের ১৫৭ নম্বর রেলব্রিজ এলাকায় মাটি ধসে পড়ে। পরে গণপূর্ত (রেল)-এর শ্রমিকরা রেলপথ থেকে মাটি সরিয়ে নিলে ব্রিজের গার্ডার ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে রবিবার বিকেল সাড়ে তিনটা থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। অপরদিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। আটকা পড়া ট্রেনের দূরপাল্লার যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।
শমশেরনগর স্টেশন মাস্টার আব্দুল আজিজ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গণপূর্ত (রেল)-এর লোকজন ক্ষতিগ্রস্ত রেলব্রিজ মেরামত করছে। ব্রিজের কাছে ট্রেন ধীরে ধীরে চালিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। তবে এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।