সদর উপজেলার নারায়ণপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে এ উৎসবের আয়োজন করা হয়েছে। দিন-রাত চলছে পুজা অর্চণা, আলোচনা সভা, ভক্তিগীতি ও বিচিত্রানুষ্ঠান। পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
উৎসব উপলক্ষে শুক্রবার রাতে আয়োজিত এক আলোচন সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কনক কান্তি দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন ও স্থানীয় চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
বক্তারা বলেন, পূর্ণিমা তিথিতে বংশীধারী মধুসূদন ব্রজগোপীর সঙ্গে বৃন্দাবনে ভক্তকুলের মনোবাঞ্চনা পুরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় এ যুগের ভক্তকুলের মনোবসনা পুরণ কল্পে এবারও শ্রী হরি নরায়ণপুর হরিতলা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এই রাসলীলা উৎস
ঝিনাইদহে ৮ দিনব্যাপী রাসলীলা উৎসব চলছে
স্টাফ রিপোর্টার: জেলায় ৮ দিনব্যাপী শুরু হয়েছে রাসলীলা উৎসব।