ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেন, যারা মুক্তিযোদ্ধা দেখেনি যে সব তরুণ প্রজন্ম তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানিবাহিনীর হাত থেকে দেশের মাটি ও মানুষের জন্য স্বাধীনতার ঘোষনা করেন। তারই এই ঘোষনার জন্য পাকিস্তানী হানাদার বাহনীর বিরুদ্ধে বাঙ্গালীরা কঠোর হস্তে দমনের প্রক্রিয়া শুরু করেন এবং অবশেষে দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদেও কাক্সিক্ষত বিজয়।
কিন্তু ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই দিনে বাঙালীর স্বপ্নের স্বাধীন বাংলাদেমের বিনিমার্ণে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশের আগামীদিনের প্রত্যাশিত দিক-নির্দেশনা, সংবিধানিক এবং যৌক্তিক অধিকার প্রতিষ্ঠার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়।
সোমবার উপজেলা পরিষদ চত্ত্বেরের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ, বীর মুক্তিযোদ্ধা এবিএম কামরুজ্জামান তুতা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন রেজা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ চন্দ্র মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আঃ বারি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, ঝিকরগাছা এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।