ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহতদের ঝিকরগাছা উপজেলা হাসপাতাল ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শিকদার মতিয়ার রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের হাজিরবাগ প্রাথমিক বিদ্যালয়ের পাশে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে ৮ জন যাত্রী সকলেই আঘাতপ্রাপ্ত হন। তাদেরকে ঝিকরগাছা ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় দায়িত্বরত চিকিৎসক মাস্টার আব্দুস সামাদ ও সম্রাট কুমারকে মৃত ঘোষনা করেন।
আব্দুস সামাদ (৪৫) মাটশিয়া মাদ্রাসার শিক্ষক। সে কলারোয়া উপজেলার উলোডাঙ্গা গ্রামের আফিল উদ্দীন গাজীর পুত্র। অপরজন সম্রাট কুমার (১৪), সে ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালী গ্রামের মন্টু কুমারের পুত্র।
আহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালী গ্রামের কুমার দাসের পুত্র পিন্টু কুমার (১১), পানিসারা গ্রামের ইবাদ আলীর পুত্র শামসুর রহমান কিনা (৫০), রায়পটন গ্রামের হবিবর রহমানের ছেলে হাফেজ আল-আমিন(২৮), বড় খলসী গ্রামের মৃত ছদর উদ্দীনের পুত্র আকছেদ আলী (৬২), নিশ্চিন্তপুর গ্রামের বাবুল আক্তারের মেয়ে অন্তরা খাতুন(১২), মণিরামপুর উপজেলার মুড়োগাছা গ্রামের সিদ্দিক গাজীর পুত্র আক্তরুল ইসলাম (৩৮) ও পাঁচপোতা গ্রামের সাহেব আলীর মেয়ে সুরাইয়া খাতুন (১৫)। ঝিকরগাছা থানায় আটককৃত ঘাতক (ট্রাক নং-ট-১১-১৮৪৩)। ট্রাক ও সিএনজি চালক পালিয়ে গেছে।