অগ্রসর রিপোর্ট : ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা গেছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিধ্বস্ত হয় ব্রাজিলের শাপেকোয়েন্স ক্লাবের ফুটবলারদের বহনকারী বিমানটি।
ইলেকট্রিক ত্রুটি ও জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে জরুরি অবতরণের অনুমতি চেয়ে বারবার অনুরোধ করতে শোনা যায় একজন পাইলটকে।
কোনো বিস্ফোরণের খবর না থাকায় জ্বালানি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি গুরুত্ব পাচ্ছে। তবে কী কারণে বিমানটির জ্বালানি শেষ হয়ে গেলো সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
তদন্ত কর্মকর্তারা এ বিষয়ে এখনো কিছু জানাননি। ঘটনার কারণে তদন্তে কয়েক মাসও লেগে যেতে পারে।
সোমবার দিবাগত রাতে কলম্বিয়ার মেডেলিনে যাওয়ার পথে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৭৭ যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রাণে বেঁচেছেন মাত্র ৬ জন।
বুধবার সন্ধ্যায় মেডেলিনে ফাইনাল ম্যাচে অংশ নেয়ার কথা ছিল বিমানে থাকা শাপেকোয়েন্স দলের। সেই ম্যাচে আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন সমর্থকরা। কিন্তু আকস্মিক এক দুর্ঘটনায় আনন্দের বদলে বেদনার সমব্যথী হতে মাঠে হাজির হয়েছিলেন তারা।
মেডেলিনের যে স্টেডিয়ামে শাপেকোয়েন্স ও অ্যাটলেটিকো মেডেলিনের ম্যাচটি হওয়ার কথা ছিল, সেখানে প্রজ্বালিত মোমবাতি নিয়ে হাজির হন হাজার হাজার সমর্থক।
এ ছাড়া ব্রাজিলের শাপেকো এলাকার স্টেডিয়ামেও হাজার হাজার মানুষ নিহত ব্যক্তিদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে। দুই স্টেডিয়ামই কানায় কানায় পূর্ণ ছিল।
এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ফুটবলারদের প্রতি শোক প্রকাশ করেছেন মেসি, পেলেসহ ক্রীড়া অঙ্গনের বিভিন্ন তারকা।