স্টাফ রিপোর্টার: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শুক্রবার খরার কারণে দেশটির অনেক গ্রামীণ এলাকায় ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছেন।
দেশটির অনেক গ্রামীণ অঞ্চলে ভয়াবহ খরা দেখা দিয়েছে। খরার কারণে দেশটির ২৬ শতাংশ লোকের খাবারের অভাব দেখা দিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গণপূর্ত মন্ত্রী সাভিয়াস কাসুকুওয়েরে এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ভয়াবহ খরা উপদ্রুত এলাকাগুলোর অবস্থা বিবেচনা করে বিপর্যয় পরিস্থিতির ঘোষণা দিয়েছেন।’
তিনি আরো বলেন, প্রায় ২৪ লাখ ৪০ হাজার লোক ‘খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে’।
এই সংখ্যা জিম্বাবুয়ের মোট জনসংখ্যার ২৬ শতাংশ।