অগ্রসর রিপোর্ট:
জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে দেশের দিনের বেলা একটি বড় অংশ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলো। তবে সন্ধ্যার পর থেকে রাজধানীসহ কিছু কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করে। রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিদ্যুৎ বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন জানান, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর (আংশিক), ঢাকা (আংশিক), চট্টগ্রাম (প্রায় রিকভার), সিলেট (আংশিক) নারায়ণগঞ্জ (আংশিক) এলাকায় বিদ্যুৎ এসেছে।
তিনি জানান, ঢাকায় লোড বেশি লাগবে। তাই ঢাকায় ধীরে বিদ্যুৎ আসবে। সিস্টেমের স্ট্যাবিলিটি মোটামুটি সন্তোষজনক না হলে ঢাকায় হেভি লোডে রিস্টোর ঝুঁকিপূর্ণ।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি রাতের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারবো। তিনি জানান, সাড়ে ৬টা নাগাদ প্রায় ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেয়েছি। এখন টঙ্গীতে আংশিক, মিরপুর ডিওএইচএস, গুলশানের আংশিক, বসুন্ধরা ও ডিপলোমেটিক জোনে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি।
অন্যদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, শ্যামপুর, ধানমন্ডি, সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। অন্যান্য এলাকায় দ্রুত চালু হবে বলে আশা করছি আমরা। #
ডিএ/আরএ