অগ্রসর রিপোর্ট : একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান আজ মঙ্গলবার শপথ নিচ্ছেন।
আজ সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বেলা ১২ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে মোকাব্বির খানকে শপথ পাঠ করাবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের সভাপতি মন্ডলীর সদস্য মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে দলীয় প্রতীক উদীয়মান সূর্যে নির্বাচন করে বিজয়ী হন।
এবারের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আটটি আসনে বিজয়ী হয়। তার মধ্যে বিএনপি ছয়টি ও গণফোরাম দুটি আসন পায়। গণফোরামের আরেক সদস্য সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। গত ৭ মার্চ তিনি সংসদ সদস্য হিসাবে শপথ নেন।
শিরোনাম:
আজ,
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১০:১৪
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

