কুড়িগ্রাম (ফুলবাড়ি) প্রতিনিধি- ভারত-বাংলাদেশের সীমান্ত চুক্তি অনুযায়ী সদ্য বাংলাদেশের ভূ-খন্ডের সাথে যুক্ত হওয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়া ছিটমহলকে শেখ হাসিনা নগর নামকরণের দাবি জানিয়েছে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। কমিটি মনে করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টা, আন্তরিকতা ও কূটনৈতিক দূরদর্শিতার কারণে দীর্ঘদিন পর সীমান্তচুক্তি বাস্তবায়ন হয়েছে।
দেশের নবীন ভূ-খন্ডের নতুন নামকরণের পাশাপাশি এটিকে আলাদা একটি ইউনিয়ন হিসেবেই দেখতে চায় স্থানীয়রা। দু-দেশের সরকারের প্রতিও রয়েছে কৃতজ্ঞতা আর এই কৃতজ্ঞতাবোধের স্মারক হিসেবেই এমন নামের প্রস্তাবনা। প্রশাসন বলছে নামকরনের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
স্থানীয়রা মনে করেন, পহেলা আগষ্ট লাল সবুজের পতাকা উড্ডয়নের মাধ্যমে দাশিয়াছড়ার সুবিধাবঞ্চিত মানুষের যে নব যাত্রা শুরু হয়েছে। হাসিনা নগরের আত্নপ্রকাশে এ অঞ্চলের মানুষকে নিয়ে যাবে তাদের কাঙ্খিত লক্ষ্যে।