অগ্রসর রিপোর্টঃ বাংলাদেশ ব্যাংক (বিবি), নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ও গ্লোবাল ফাইনেন্সিয়াল ম্যাসেজিং সার্ভিস (সুইফট) নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকস্থ কেন্দ্রীয় ব্যাংকের একাউন্ট থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে এক সঙ্গে কাজ করার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
গত মঙ্গলবার নিউইয়র্কে বৈঠককালে সাইবার অপরাধের কৌশলগত দিক এবং এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনাকালে তারা এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার এফ এম মোকাম্মেল হক বাসসকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসানের নেতৃত্বে ৫ সদস্যের এক দল ফেড ও সুইফট-এর সিনিয়র প্রতিনিধিদের সঙ্গে সাইবার চুরির বিষয়ে বৈঠকে অংশ নিতে ১৪ আগস্ট ত্যাগ করে।’ গত ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ওই রিজার্ভ চুরির ঘটনাটি ঘটে।
বৈঠকে অংশ নেয়া তিনটি সংস্থার প্রতিনিধিগণ সংশ্লিষ্ট দেশগুলোর আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অপরাধীদের বিচারের আওতায় আনার ব্যাপারেও সম্মত হন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।