অগ্রসর রিপোর্ট : চীনের পূর্বাঞ্চলে কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে ২২ নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
বিবিসি বলছে, সোমবার জেঝিয়াং প্রদেশের ওয়েনজোউ-এ ৪টি ভবন ধসে পড়ে বলে সিনহুয়া জানিয়েছে।
ভবনগুলো ১৯৭০-এর দশকে গ্রামবাসীরা নির্মাণ করেছিলেন। কালে এই বাসস্থানগুলোর অবস্থা নাজুক হয়ে পড়ে।
মৃত্যুবরণকারীদের অধিকাংশই অন্য অঞ্চল থেকে এখানে কাজ করতে এসেছিলেন। এই ভবনগুলো সস্তা হওয়ায় তারা সেখানে ভাড়া থাকতেন।
চায়না নিউজ সার্ভিসকে প্রত্যক্ষদর্শী গুয়ো লিন বলেন, কম ভাড়ার সুযোগ নিতে গিয়ে তারা তাদের প্রাণ হারিয়েছেন। এ সত্িযই ভয়ানক।
ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
গ্লোবাল টাইমস জানিয়েছে, উদ্ধার হওয়াদের একটি বালিকাও ছিল। তার বাবা-মা নিজেদের শরীর দিয়ে ঢেকে তাকে রক্ষা করেছিলেন। বালিকাটির বাবা-মা ২ জনেই এই দুর্ঘটনায় মারা গেছেন।