অনলাইন ডেস্ক- চীনের তিয়ানজিন শহরে বড়ো ধরনের এক বিস্ফোরণের চারদিন পর এখনও একশো জনের মতো নিখোঁজ রয়েছে সেখানে। তাদের বেশিরভাগই দমকল বাহিনীর কর্মী। নিখোঁজ এই ব্যক্তিদের ব্যাপারে সরকারিভাবে খুব বেশি তথ্যও প্রকাশ করা হচ্ছে না বলে তাদের আত্মীয় স্বজনরা অভিযোগ করছেন। তারা বলছেন, দমকল বাহিনীর এই কর্মীদেরকে হয়তো রাসায়নিক বিস্ফোরণের পর কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে সে বিষয়ে যথেষ্ট প্রশিক্ষণও দেওয়া হয়নি।
এর প্রতিবাদে নিখোঁজ ব্যক্তিদের আত্মীয় স্বজনরা সেখানে প্রতিবাদও করেছেন। এসব বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগে চীনে ইন্টারনেট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বহু ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, এসব ওয়েবসাইটে অসমর্থিত খবরা-খবর প্রকাশ করে আতঙ্ক ছড়ানো হচ্ছে। রাসায়নিক পদার্থের গুদামে বিস্ফোরণে সারা শহরটি কেঁপে ওঠে। এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১২০ জন নিহত হয়েছে। সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলছেন, ভবনগুলোর ছাদে তল্লাশি চালানো হচ্ছে। এই উদ্ধার অভিযানে হেলিকপ্টারের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানান। একজন প্রকৌশলী নিশ্চিত করেছেন যে, তারা বাতাসে বিষাক্ত এক রাসায়নিক পদার্থ হাইড্রোজেন সায়ানাইড শনাক্ত করেছেন।