অগ্রসর রিপোর্ট:
চিত্রনায়ক আবুল খায়ের জসিমের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ছবির পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করে থাকেন। খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবেও তিনি ব্যাপক সফলতা পেয়েছিলেন।
এই নন্দিত অভিনেতার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি।
১৯৭২ সালে ‘দেবর’ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক জসিমের। ২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তার সঙ্গে নায়িকা শাবানা ও রোজিনার জুটি সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ছিল। বিভিন্ন ছবিতে তাকে শোষণ ও বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা গেছে।
জসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘রংবাজ’, ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘নবাবজাদা’, ‘অভিযান’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘ভাইবোন’, ‘মেয়েরাও মানুষ’, ‘পরিবার’, ‘রাজা বাবু’, ‘বুকের ধন’, ‘স্বামী কেন আসামি’, ‘লাল গোলাপ’, ‘দাগী’, ‘টাইগার’, ‘হাবিলদার’, ‘ভালোবাসার ঘর’ ছবিগুলো। ২৭ বছরের ক্যারিয়ারে সবমিলিয়ে প্রায় দুই`শ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।
১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন জসিম। লেখাপড়া করেন বিএ পর্যন্ত। এই কালজয়ী নায়কের মৃত্যুর পর তাকে সম্মান জানাতে এবং আজীবন স্মরণ রাখতে এফডিসির সর্ববৃহৎ ২নং ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়েছে। ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে একজন সৈনিক হিসেবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। দুই নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে লড়েছেন তিনি। #