
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মেলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, আদালত অভিযোগটি তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগে বাদী উল্লেখ করেছেন, গত ২৮ নভেম্বর একটি অনুষ্ঠানে উপাচার্য গাজী সালাহউদ্দিনকে ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করেছেন। এতে তাঁর মানহানি হয়েছে। তিনি শহীদ পরিবারের সন্তান।
এই ঘটনায় উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।