গতকাল ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ডের মূল আয়োজন, অর্থাৎ বিজয়ীদের নাম ঘোষণার পালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন। তার সঙ্গে আরো ছিলেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া।
এবার সেরা মিউজিক্যাল মুভির শিরোপা জিতে নিয়েছে হলিউডের সিনেমা লা লা ল্যান্ড। এই ছবিটিই রেকর্ড ৭টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে।
লা লা ল্যান্ডে অভিনয় করেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন এমা স্টোন। আর সেরা অভিনেতা হয়েছেন রাইন গোসলিং। এ ছাড়া লা লা ল্যান্ডের পরিচালক ড্যামিয়েন স্যাজলি জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা ড্রামা ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে মুনলাইট।
গত ১২ ডিসেম্বর মনোনয়ন প্রাপ্ত শিল্পী ও সিনেমার নাম ঘোষণা করা হয়। অস্কারের পরেই বিনোদনের মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে গোল্ডেন গ্লোব।