আইয়ুব আলী, ময়মনসিংহ।।
ময়মনসিংহে ফেসবুকে এক সাংবাদিকের স্ট্যাটাস দেখে ২৪ ঘন্টার মধ্যে ভাংগা হাইডেনকল, বা পানির টেপকল মেরামত করে দিলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু। ঘটনাটি ঘটেছে শহরের রুটিওযালা পাড়া এলাকায়। শনিবার বিকেল সাড়ে চারটায় শহরের রুটিওয়ালা পাড়া এলাকায় রাস্তার পাশে একটি হাইডেন কলের পাইপ দিয়ে সাপ্লাইয়ের পানি উদগীড়ন হতে দেখেন এক টেলিভিশন সাংবাদিক। তা বন্ধ করতে একটি পোষ্ট দেন তিনি। রবিবার দুপুর বারটার দিকে ওই সাংবাদিককে ময়মনসিংহ সিটি করপোরেশনের পানি বিভাগ থেকে স্টোর কিপার নাসির নামে এক কর্মচারী ফোন করে ঘটনাস্থলের অবস্থান জানতে চান।পরে সব শুনে রবিবার দুইটার দিকে একটি পাইপ সংযুক্ত করে তাতে টেপ লাগিয়ে দেওয়া হয়। আর তাতেই ওই হাইডেন কল দিয়ে অনবরত পানির উদগিরন ও অপচয় বন্ধ হয়ে যায়। শহরে এ ধরনের সমষ্যা আরো অনেক জায়গাতেই রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে অনবরত পানি উদগীরন হচ্ছিল কিন্ত মসিকের পানি বিভাগকে জানালেও কোন কাজ হয় নি। পানি লাফিয়ে ময়লা পানি যুক্ত পাশের ড্রেনে পড়ছিল। ড্রেনের পচা ময়লাযুক্ত পানি আবার লাফিয়ে ওঠে পড়ত রাস্তায় এবং ওই রাস্তায় যাতাযাতকারী পথচারীদের কাপড়ে ময়লা পানি লেগে যেত।
এ বিষয়ে ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটু বলেন, বিষয়টি তার নজরে আসামাত্র তিনি পানি বিভাগকে দ্রুত সমষ্যাটির সমাধানের নির্দেশ দেন জানিয়ে বলেন,
আমি জনগনের যে কোন সমষ্যা জানা মাত্র সংশ্লিষ্ঠ বিভাগকে দ্রুত সমাধান করতে বলি। কারন আমার প্রথম কাজ নাগরিক সুবিধা নিশ্চিত করা। যেখানেই নাগরিক সমষ্যা ভোগান্তি সৃস্টি হবে জানা মাত্রই সেখানে তিনি (মেয়র) ছুটে যাবেন। চলে যাবেন সংশ্লিষ্ট সেবাকর্মী।বলেন, শহরের যত স্থানে এ ধরনের সমষ্যা আছে সবগুলো দ্রুত ঠিক করার ব্যবস্থা নেবেন তিনি। যাতে নগরবাসী তাকে (মেয়রকে) নিজেদের আপনজন মনে করতে পারেন। তা হলেই তিনি সার্থক।