অনলাইন ডেস্ক- ভারত মহাসাগরে ফরাসি দ্বীপ রিইউনিয়নে খুঁজে পাওয়া পাখার টুকরোটি ২০১৪ সালে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এরালাইন্সের উড়োজাহাজের বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সপ্তাহখানেক আগে ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে পাওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষার পর যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, এগুলো সেই নিখোঁজ উড়োজাহাজ এমএইচ ৩৭০ এরই অংশ।
তবে ফরাসি প্রসিকিউটর সের্গে ম্যাকওয়্যাক বলছেন, টুকরোটি যে কোনো একটি বোয়িং ৭৭৭ এর অংশ, সে বিষয়ে সন্দেহ নেই। সম্ভাবনা খুবই বেশি থাকলেও, এই টুকরোটি এমএইচ ৩৭০ থেকে এসেছে কিনা, সেটা শতভাগ নিশ্চিত হতে আরো কিছু পরীক্ষা করা হবে।
২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং-এ যাওয়ার পথে গত বছরের মার্চে উড়োজাহাজটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এর পর থেকেই সন্দেহ করা হয়, উড়োজাহাজটি হয়তো ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিধ্বস্ত হয়েছে। সেখানে ব্যাপক অনুসন্ধান চালিয়েও এর কোনো সন্ধান মেলেনি। তবে গত সপ্তাহে ভারত মহাসাগরে ফরাসি দ্বীপ রিইউনিয়নে উড়োজাহাজের ওই টুকরোটি ভেসে আসে।