স্টাফ রিপোর্টার: ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি বাজারে সোমবার কমপক্ষে তিন দফা আত্মঘাতি হামলায় ৩২ জন নিহত হয়েছে। এ অঞ্চল প্রায়ই নাইজেরিয়ার বোকো হারামের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
পুলিশ জানায়, নাইজেরিয়ার সীমান্তের কাছে ক্যামেরুনের বোডো গ্রামের একটি বাজারে আত্মঘাতি হামলার বিস্ফোরণ ঘটানো হয়। ক্যামেরুনের উত্তরাঞ্চলে ২০১৩ সালের পর ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি অন্যতম।
আঞ্চলিক গভর্নর মিদিজিজাবা বাকারি বলেন, ‘প্রাথমিক খবরে ৩২ জন নিহত ও ৮৬ জন আহত হওয়ার কথা জানা গেছে।’
প্রথমে তিন আত্মঘাতি হামলাকারীর কথা বলা হলেও স্থানীয় এক সূত্র জানায়, চার তরুণী এ বোমা হামলা চালিয়েছে।
২০১৩ সালে বোকো হারাম ক্যামেরুনের ফার নর্থে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ২শ’ লোক নিহত হয়েছে।
ক্যামেরুনের যোগাযোগ মন্ত্রী ইসা চিরোমা বাকারি চলতি মাসের শুরুতে বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের বর্বর হামলায় মোট ১ হাজার ৯৮ বেসামরিক নাগরিক, ৬৭ সৈন্য ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।’
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।