কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : গলার ক্যন্সারে আক্রান্ত রোকেয়া বেগমের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুন। প্রায় আড়াই বছর আগে গলার ভিতরে ক্যান্সার ধরা পড়ে রোকেয়ার। তার স্বামী আব্দুল হক ক্ষুদে দোকানি। চাকামইয়ার নিশানবাড়িয়া গ্রামে বাড়ি। স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে গিয়ে আব্দুল হক এখন নিঃস্ব।
এদিকে রোকেয়া বেগম ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। যথাযথ চিকিৎসা সেবা করতে পারছেন না চরম আর্থিক দৈন্যে। তিনি এখন দেশের বিত্তবান মানুষসহ মাননীয় প্রধামন্ত্রীর কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন। দুই বছর ঢাকার বিভিন্ন চিকিৎসককে দেখিয়েছেন।
বর্তমানে রোকেয়া বেগম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ তড়িৎ কুমার সমাদ্দারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার যোগান দিতে গিয়ে এখন আব্দুল হকও অসহায় হয়ে পড়েছেন। তিনি সকলের কাছে সহায়তার হাত বাড়িয়েছেন। যোগাযোগে মোসাঃ রোকেয়া বেগম। সঞ্চয়ী হিসাব নম্বর-১০০০১৯৩২৫। সোনালী ব্যাংক, কলাপাড়া বন্দর শাখা, পটুয়াখালী। মোবাইল-০১৭১৩৯৫৯৯৯১।