অগ্রসর রিপোর্ট : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সনাক্তের ব্যাপারে বিজ্ঞান-ভিত্তিক সহযোগিতার বিষয়ে চাইনিজ বিজ্ঞানী ও মেডিকেল বিশেষজ্ঞদের সাথে মত বিনিময়ের জন্য বিশেষজ্ঞদের বেইজিং পাঠাবে। উভয়ের মধ্যে আলোচনার পর দেশটির সরকার এ ব্যাপারে সম্মত হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান একথা জানান। খবর এএফপি’র।
এ ভাইরাসের উৎপত্তির উৎস সনাক্তে বৈজ্ঞানিক পরিকল্পনা প্রস্তুত করতে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা চীন সফর করবেন উল্লেখ করে ঝাও প্রতিদিনের এক সংবাদ বিফ্রিংয়ে বলেন, উভয় পক্ষের বিশেষজ্ঞরা ডব্লিউএইচও’র নেতৃত্বে আন্তর্জাতিক মিশনের সুযোগ এবং ট্রার্ম অব রেফারেন্স তৈরি করবে।
ঝাও বলেন, ‘ভাইরাস উৎস সনাক্ত করা হচ্ছে একটি বৈজ্ঞানিক বিষয় যা বিশ্বব্যাপী আন্তর্জাকিত গবেষণা ও সহযোগিতার মাধ্যমে বিজ্ঞানীদের বিশ্লেষণ করা উচিৎ হবে।’ তিনি আরো বলেন, ডব্লিউএইচও প্রকৃত প্রয়োজনীয়তার আলোকে অন্যান্য দেশ ও বিভিন্ন অঞ্চলে একই ধরনের সফর পরিচালনা করবে।
ঝাও বলেন, ডব্লিউএইচও এবং চীন এ মহামারি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে।
তিনি বলেন, সুপরিকল্পিত বৈজ্ঞানিক ধারাবাহিক গবেষণা প্রাণী উৎস এবং মানব দেহে সংক্রমণের গতিপথ বোঝার আগাম ধারণা দেবে।