শামীম আখতার নিউ ইয়র্ক প্রতিনিধি:
তুরস্কের সেনাবাহিনী গুলি করে একটি অজ্ঞাত পরিচয় ‘বিমান’কে ভূপাতিত করেছে। তুরস্কের আকাশ সীমায় ঢোকার পর তিন দফা হুশিয়ারি দেয়ার পর ‘বিমান’টিকে গুলি করা হয় বলে তুর্কি সেনাবাহিনী আজ(শুক্রবার) জানিয়েছে। তুর্কি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হুশিয়ারি দেয়ার পর দেশটির টহলরত বিমান থেকে গুলি করা হয়। এ সংক্রান্ত নিয়ম মেনেই গুলি করার দাবি করেছ তুর্কি সেনাবাহিনী ।
অবশ্য ভূপাতিত ‘বিমান’ সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ দেয়নি তুরস্ক। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি এক পদস্থ কর্মকর্তা একে ড্রোন বলে অভিহিত করেন।
খবরে বলা হয়েছে, সিরিয় সীমান্তের কাছে তুর্কি আকাশসীমায় এটিকে গুলি করা হয়। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় রুশ সামরিক বিমানগুলো নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে। এ ছাড়া, পরিকল্পনা অনুযায়ী রুশ ড্রোনগুলো তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।