অগ্রসর রিপোর্ট:আফগানিস্তানের মার্কিন ড্রোন হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাককেঞ্জি। গত ২৯ আগস্ট কাবুলে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট- খোরাসান প্রদেশ’র (আইএসআইএস-কে) সদস্যদের লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। খবর বিবিসি ও আলজাজিরা।
গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ফ্র্যাঙ্ক ম্যাককেঞ্জি জানান, ওই হামলায় নিহত ব্যক্তিরা আইএসআইএস-কে’র সঙ্গে জড়িত থাকার অভিযোগটির সত্যতা নেই। যা মার্কিন বাহিনী দাবি করেছিল। তদন্তর ফলাফল বিশ্লেষণ শেষে আমি নিশ্চিত হয়েছি যে, ওই হামলায় সাতজন শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।’
মার্কিন এই জেনারেল নিহত পরিবারের প্রতি সব বেদনা প্রকাশ করে দাবি করেন, তাদের দৃঢ় বিশ্বাস ছিল ওই হামলার ফলে কাবুল বিমানবন্দরে আরও হামলা প্রতিরোধ করা সম্ভব হবে। যেখান থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।
ম্যাককেঞ্জি আরও বলেন, ‘এটি একটি ভুল ছিল। আমি এ ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আর যুদ্ধের কমান্ডার হিসাবে, আমি এই হামলা এবং তার দুঃখজনক ফলাফলের জন্য সম্পূর্ণভাবে দায়ী।’
প্রসঙ্গত, ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে দুটি আত্মঘাতী বোমা হামলা ঘটনা ঘটে। এতে ১৩ জন মার্কিন সেনাসহ ৯০ জন নিহত হয়। আর আহত হয়েছেন ১৪০ জন। পরে এই হামলার দায় স্বীকার করে আইএসআইএস-কে। এই সংগঠনটি আফগানিস্তানের মধ্যে সবচেয়ে চরমপন্থী ও সহিংস জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত।
এর জবাবে ২৯ আগস্ট আইএসআইএস-কে’র একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এ হামলায় জঙ্গি সংগঠনটির একটি শাখার পরিকল্পনাকারী নিহত হয়েছেন বলে ধারণা করেছিল মার্কিন বাহিনী। তবে পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় শিশুসহ ১০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। যা অবশেষে স্বীকার করল মার্কিন সেনাবাহিনী।