শামীম আখতার নিউ ইয়র্ক প্রতিনিধি:
অবশেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন টেক্সাসের সেই আলোচিত ‘ঘড়িবালক’ আহমদ মোহাম্মদ। সোমবার হোয়াইট হাউসে নাসার বিজ্ঞানীদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিল ১৪ বছরের মুসলিম বালক আহমদ। সেখানেই সে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে।
গত মাসে স্কুলে বোমা আনার ভুল অভিযোগে ওই স্কুলছাত্রকে পুলিশ গ্রেপ্তার করার পর আহমদকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপরই সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার এ সাক্ষাৎ। হোয়াইট হাউসে যাওয়ার প্রাক্কালে আহমদ সোমবার স্থানীয় এক পত্রিকাকে বলেছিল,‘প্রেসিডেন্টের কাছ থেকে সমর্থন পেয়ে আমি দারুণ খুশি। এটি আমাকে খুব সহায়তা করেছে।’ হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে বিজ্ঞানী, শিক্ষাবিদ ও ছাত্রসহ প্রায় ৩শ অতিথি অংশ নিয়েছিলেন। তবে অনুষ্ঠানের মধ্যমনি ছিল আহমদ। নাসার ডাকসাইটে নভোচারীরা ও কর্মকর্তারাও তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। এ অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান প্রেসিডেন্ট ওবামা।