স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকালের মন্ত্রিসভার নির্ধারিত সাপ্তাহিক বৈঠকের স্থান ও সময়সূচি পরিবর্তন করেছেন।
আগামীকালের মন্ত্রিসভার বৈঠক বাংলাদেশ সচিবালয়ের পরিবর্তে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুষ্ঠিত হবে বলে আশরাফুল আলম খোকন বাসসকে জানান।
পরীক্ষার্থীরা যাতে নির্বিঘেœ যাতায়াত করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।
ডেপুটি প্রেস সচিব বলেন, পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার হলে পৌঁছার পর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে বের হবেন।
আগামীকাল ১০ শিক্ষা বোর্ডের আওতায় দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।