শামীম আখতার নিউ ইয়র্ক প্রতিনিধি:
ঢাকায় বিভিন্ন সময়ে এমনিতেই চলে জমজমাট কনসার্টের আয়োজন। আর শীতের মৌসুম তা আরো বেড়ে যায়। শীতের সময় বিভিন্ন ইভেন্ট দিয়ে যেমন জমে ওঠে পুরো শহর; তেমনি ভিনদেশী অতিথিদেরও আগমন বেড়ে যায় এসময়। এরই ধারাবাহিকতায় আগামী ৫ জানুয়ারি প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউডের ধাক ধাক গার্ল মাধুরী দিক্ষীত। তবে নাচ বালিয়ে কনসার্টে মাধুরী একা নন; পুরো ঢাকাকে নাচাতে তার দলবল নিয়েই হাজির হবেন সেনসেশনাল এ অভিনেত্রী। ‘ওরে প্রিয়া’ থেকে শুরু করে ‘এক দো তিন’ সবকিছুই নেচে গেয়ে পারফর্ম করবেন তিনি। মাধুরীর চাপ ঢাকার দর্শকরা সামলাতে না সামলাতেই এসে হাজির হবেন আরেক বলিউডের বেবো কারিনা কাপুর খান। মাধুরীর মতো প্রথমবারের মতো ঢাকায় আসবেন কারিনাও। জানুয়ারিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পারফর্ম করার কথা রয়েছে সাইফ আলি খানের স্ত্রী কারিনাকে। ওয়ান মোর জিরো কম্যুনিকেশনের কনসার্টটির আয়োজন করছে গান বাংলা চ্যানেল। এর আগে ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ‘ত্রিদেশীয় বিগ শো’ কনসার্টে কারিনা’র আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসেননি তিনি। কনসার্টে কারিনা’র পাশাপাশি বলিউডের আরেক আবেদনময়ী নায়িকা নারগিস ফাখরী ও কণ্ঠশিল্পী বেনী দয়ালও থাকবেন। দীপিকা পাডুকোন থেকে শুরু করে সুস্মিতা সেন ঢাকার দর্শকদের মন মাতিয়ে যেতে সক্ষম হয়েছে। এখন দেখার পালা মাধুরী ও কারিনা কাপুর কতেটুকু তাদের ‘ছাম্মাক ছালো’ দিয়ে ঢাকার দর্শকদের মন মাতাতে পারেন।