এবার ক্যাটরিনার গন্তব্যস্থল হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি। তাও আবার বক্তা হিসেবে তিনি যাচ্ছেন। সেখানে উপস্থিত থাকবেন হলিউডের জেরেমি আয়রনস্, রবিন রাইট ও অ্যানালিন ম্যাককর্ড।
বরাবরই মিডিয়া ও সামাজিকতা থেকে নিজেকে সরিয়ে রাখতে ভালোবাসতেন তিনি। আর রিলেশনশিপ-ব্রেক আপ নিয়ে তো খবরে তিনি থাকেনই। তবুও মিডিয়ার সামনে খুব কমই মুখ খুলেছেন ক্যাটরিনা।
রণবীরের সঙ্গে ব্রেক আপের পর যেন আরো ঘুরে দাঁড়িয়েছেন তিনি। কফি উইথ করণ শো-তে এত উচ্ছল এবং রসবোধযুক্ত ক্যাটরিনাকে আগে কেউ চিনতেন না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও নিজেকে যুক্ত করেছেন আর এবার তার নতুন লক্ষ্য হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির বক্তা হওয়া।